সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ -এ প্রতিপাদ্য নিয়ে ১৮ ডিসেম্বর সকালে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১।

এ উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউএনও সানজিদা শাহনাজ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রবাসে আমাদের দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। বৈধপথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্যে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণে প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহণ করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়