প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
১০ ভিক্ষুককে স্বাবলম্বী করতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ
সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় শহরের ১০ জন ভিক্ষুককে স্বাবলম্বী করতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নানা উপকরণ সামগ্রী তুলে দিয়েছেন। যাচাই-বাছাই করে নির্বাচিত এই ১০ ভিক্ষুককে মোট ২ লাখ ৯০ হাজার টাকার উপকরণ দিয়েছেন। ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।
|আরো খবর
এ বিষয়ে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার বলেন, উপকরণ সামগ্রীর মধ্যে ওজন মাপার মেশিন, কসমেটিক্স, মনোহারী মালামাল, কাপড়, থ্রি-পিচ, সালোয়ার কামিজ, শাড়ি, মোটরচালিত ভ্যান, মুদি মালামাল, গাভী ও নগদ অর্থ ছিলো।
তিনি আরও বলেন, সুবিধাভোগীগণ হচ্ছেন উত্তর শ্রীরামদীর মোঃ লোকমান হোসেন, যমুনা রোডের নূরজাহান খাতুন, বানেজা বেগম, তাহেরুন্নেছা, জামিলা খাতুন, পশ্চিম শ্রীরামদীর আলমগীর ছৈয়াল, ৩নং কয়লাঘাটের আমেনা বেগম, দক্ষিণ আশিকাটির মনোয়ারা বেগম, খলিশাডুলীর মঠখোলার লুৎফা বেগম ও লক্ষ্মীপুর শ্রীরামপুরের নাজমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, জেলা সমবায় কর্মকর্তা মুজিব-উর-রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।