সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

রোটার‌্যাক্টরদের কাজ ভবিষ্যতে তাদের পেশাদারিত্বের উন্নয়নে সহায়ক হবে
অনলাইন ডেস্ক

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের ২০২১-২২ রোটারীবর্ষের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার রাতে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল কার্যালয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, রোটার‌্যাক্টররা বেশিরভাগই স্টুডেন্ট। তবুও তারা স্বপ্রোণোদিত হয়ে সমাজ বিনির্মাণে রোটারিয়ানদের সাথে নানান ভালো কাজে অংশ নেয়। এটা তাদের ভবিষ্যতে পেশাদারিত্বের উন্নয়ন ঘটাতে সহায়ক হবে। আমি এই ক্লাবের নতুন যে রোটার‌্যাক্টরগণ নেতৃত্বে আসলেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের চার্টার সেক্রেটারী রোঃ আবদুল আউয়াল রুবেলের সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট সামিউল প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল, আরসিসি রোটাঃ আবদুল বারী জমাদার, পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ জামাল হোসেন, রোটাঃ সবুজ পোদ্দার, ডিআরআর রোঃ আলআমিন সজীব, ডিআরআর ইলেক্ট রোঃ সাজ্জাদ হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের পাস্ট প্রেসিডেন্ট রোঃ আবু সালেহ, রোঃ দ্বীন মোহাম্মদ, আইপিপি নাজমুল ইসলাম রাজ, সেক্রেটারী নজরুল ইসলাম নিলয় প্রমুখ।

অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সকল সদস্য ছাড়াও বিভিন্ন ক্লাবের রোটার‌্যাক্টরবৃন্দ ও ইন্টারেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়