সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

৪৮ চেয়ারম্যানসহ ৫৪১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
কামরুজ্জামান টুটুল ॥

গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৪৮জন চেয়ারম্যান, ৮৭জন সংরক্ষিত নারী সদস্য ও ৪০৬জন সাধারণ সদস্য প্রার্থীর মাঝে এদিন প্রতীক বরাদ্দ দেয়া হয়। সব মিলিয়ে এদিন ৫৪১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগে ৫৯৯ জন মনোয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রতীক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীক চেয়ার, জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছে। এছাড়া বিএনপি সমর্থক কিংবা পদধারী প্রার্থী একাধিক ইউনিয়নে আনারস কিংবা ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এবারের নির্বাচনে ৪জন রিটানির্ং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান। হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী মেঃ রেজওয়ানুর রহমান এবং বাকিলা, বড়কুল পশ্চিম ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জুলফিকার আলী।

স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে রাজারাগাঁও ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া, হাতপাখা প্রতীক পেয়েছেন মাওলানা আবুল হাশেম, স্বতন্ত্র আনারস প্রতীক পেয়েছেন মোঃ রফিক পাটওয়ারী ও চশমা প্রতীক পেয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান।

বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান লিটন, হাতপাখা প্রতীক পেয়েছেন মোঃ জামাল উদ্দিন, গোলাপ ফুল প্রতীক পেয়েছেন মোঃ শাহআলম মৃধা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক পেয়েছেন মোঃ জুলহাস মিয়া, চশমা প্রতীক পেয়েছেন জহির উদ্দিন মোঃ রাসেল ও আনারস প্রতীক পেয়েছেন মোঃ মিজানুর রহমান।

কালচোঁ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও হাতপাখা প্রতীক পেয়েছেন মোঃ আব্দুল মতিন মজুমদার।

কালচেঁ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আকতার হোসেন, হাতপাখা প্রতীক পেয়েছেন মাওলানা শাহাদাত হোসেন, স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘোড়া প্রতীক পেয়েছেন ও আনারস প্রতীক পেয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, হাতপাখা প্রতীক পেয়েছেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ইউফুফ প্রধানীয়া সুমন আনারস প্রতীক পেয়েছেন।

বড়কুল পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ আহসান হাবিব, হাতপাখা প্রতীক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আব্দুল হামিদ, গোলাপ ফুল প্রতীক পেয়েছেন মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন, ঘোড়া প্রতীক পেয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির ও আনারস প্রতীক পেয়েছেন মজিবুর রহমান মজিব।

বড়কুল পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন নুরুল আমিন হেলাল।

হাটিলা পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, গোলাপ ফুল প্রতীক পেয়েছেন আরিফ হোছাইন, চেয়ার প্রতীক পেয়েছেন দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক পেয়েছেন মোঃ আরিফুল ইসলাম, আনারস প্রতীক পেয়েছেন মোশারফ হোসেন ও চশমা প্রতীক পেয়েছেন মোঃ সোহরাব হোসেন মিয়াজী।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন কাজী নুরুর রহমান বেলাল, হাতপাখা প্রতীক পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন, ঘোড়া প্রতীক পেয়েছেন নেছার আহম্মদ ও চশমা প্রতীক পেয়েছেন মোঃ ইউনুছ মিয়া।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, হাতপাখা প্রতীক পেয়েছেন মাওলানা কাউসার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী মোঃ নাছির উদ্দিন পেয়েছেন আনারস প্রতীক ও ঘোড়া প্রতীক পেয়েছেন নাজমুল হাসান।

হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন একেএম মজিবুর রহমান, হাতপাখা প্রতীক পেয়েছেন মোঃ ইয়াছিন মনির, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমাম হোসেন লিটন ঘোড়া প্রতীক পেয়েছেন, আনারস প্রতীক পেয়েছেন গাজী আলী আহম্মদ, চশমা প্রতীক পেয়েছেন মোঃ গোলাম চিশতী ও মোটরসাইকেল প্রতীক পেয়েছেন মোহাম্মদ আলী।

এদিকে বৃষ্টিমুখর পরিবেশে প্রতীক বরাদ্দের দিন উৎসবমুখরতায় প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় যারা একক প্রার্থী হিসেবে প্রতীক চেয়েছেন তারা সাথে সাথে প্রতীক বরাদ্দ পেয়েছেন, আর যারা একই প্রতীক দুই বা ততোধিক প্রার্থী চেয়েছেন, তাদেরকে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর স্ব স্ব প্রার্থীর সাথে আসা নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা প্রাঙ্গণ। অপরদিকে প্রতীক নিয়ে স্ব স্ব চেয়ারম্যান ও সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে মিছিলের আায়োজন করে। এ সময় সর্বত্র নির্বাচনী আমেজ পরিলক্ষিত হতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়