সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

কাল চাঁদপুর মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের বিজয়মেলার সূচনা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আগামীকাল ৮ ডিসেম্বর বুধবার চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে মুক্তিবাহিনীর কাছে পরাস্ত হয়ে চাঁদপুর শহর থেকে হানাদার বাহিনী পিছু হটে। আর মুক্তিবাহিনী এদিন স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উড়িয়ে চাঁদপুরকে মুক্ত ঘোষণা করে। সে থেকে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস।

১৯৯২ সাল থেকে চাঁদপুরে শুরু হওয়া মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা এ দিবসে উদ্বোধন হয়ে আসছে। চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ বছর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা হচ্ছে। এ বছর বিজয়মেলার গৌরবের ৩০ বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘এসো মিলি মুক্তির মোহনায়’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে বিজয়মেলার আয়োজন। আগামীকাল ৮ ডিসেম্বর বিজয়মেলার শুভ সূচনা হবে।

এ বছর মুক্তিযুদ্ধের বিজয়মেলায় ১১০টি বাণিজ্যিক স্টল নির্মাণ করা হয়েছে। আউটার স্টেডিয়ামের বিশাল পরিসরে মাসব্যাপী স্বাধীনতাভিত্তিক সাংস্কৃতিক ও নাটক পরিবেশ করার লক্ষ্যে সুসজ্জিত দৃষ্টিনন্দন মঞ্চ নির্মাণ করা হয়েছে। বাণিজ্যিক স্টলগুলোর মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, থ্রি পিচ, ক্রোকারিজ, কালার কসমেটিক্স, ম্যাচিং সুজ, দেশি বিদেশি চশমা, তরুণীদের পার্স ব্যাগ, মুখরোচক খাবার দোকানসহ বিভিন্ন ধরনের স্টল। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নতুন ধরনের নাগরদোলা, ম্যারি ঘোড়া, নৌকা, ইলেক্ট্রিক ট্রেন, হাঁস ইত্যাদি।

এবার বিজয়মেলায় চাঁদপুর জেলা ও জেলার বাইরের ৪২টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন মেলা মঞ্চে স্বাধীনতাভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। বিজয়মেলা মঞ্চে থাকবে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ।

প্রতিবছরের ন্যায় এ বছরেও মেলা মাঠে থাকছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সুসজ্জিত স্মৃতিসংরক্ষণ ৭১ গ্যালারি। সেই গ্যালারি থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়