প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সংগঠক আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহ-সভাপতি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় বলেন, মোস্তাক হায়দার চৌধুরী একজন ভালো ক্রীড়া সংগঠক ছিলেন। খেলাধুলার প্রতি ছিল তাঁর যথেষ্ট আন্তরিকতা। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি সমাজের কল্যাণ সাধনায় অনেক ভালো কাজ করেছেন। শিক্ষার উন্নয়নেও তাঁর চেষ্টা ছিলো লক্ষ্যণীয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো সংগঠককে হারালাম। তাঁর পরিবার পরিজন যেন এ শোক কাটিয়ে উঠতে পরেন এ কামনা করছি সর্বাগ্রে।