রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

জনবল সঙ্কটে ধুঁকছে হাজীগঞ্জ কৃষি অফিস

বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জনবল সঙ্কটে ধুঁকছে দীর্ঘদিন ধরে। এ কৃষি অফিসে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। এর মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ বেশি সংখ্যক শূন্য রয়েছে।

জনবল সঙ্কটের কারণে বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। হাজীগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৭টি কৃষি ব্লক রয়েছে। ৩৭টি ব্লকে ৩৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে সেবা প্রদান করার কথা থাকলেও জনবল সঙ্কটে তা সম্ভব হচ্ছে না।

হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তার পদটি ১০ বছর, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) পদটি ১ বছর ও প্রধান সহকারী পদটি ২ বছর ধরে শূন্য রয়েছে। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দুই পদের মধ্যে ১জন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এএইও) দুই পদের মধ্যে ১জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুই পদের মধ্যে ১ জন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে ৩৭ টির মধ্যে বর্তমানে ২২জন রয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২২জনের মধ্যে ১ জনের বদলির আদেশ হয়ে গেছে। বাকি ২১জনের মধ্যে ডিসেম্বরে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রতন চন্দ্র দে, ৭নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের ইমাম হোসেন ও ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর ব্লকের সালাম মোল্লা অবসরে যাচ্ছেন। পদোন্নতি পেয়ে অন্যত্রে চলে যাবার কথা রয়েছে ৪ জনের। তারা হলেন, পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র চক্রবর্তী, ৫নং সদর ইউনিয়নের সুদিয়া ব্লকের রফিকুল ইসলাম, ২নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর ব্লকের জাহাঙ্গীর হোসেন ও ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও ব্লকের আবুল কাসেম।

ডিসেম্বরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ৩৭জনের মধ্যে থাকবে ১৪জন। ১৪জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ৫জন সদ্য যোগদানকৃত। তারা গত ২৬ সেপ্টেম্বর চাকুরিতে যোগদান করেন। এ ৫ জনের মাঠ পর্যায়ে সেবা দেয়ার তেমন অভিজ্ঞতা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, জনবল সঙ্কটের কারণে মাঠ পর্যায়ে কৃষি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বোরো মৌসুমের উৎপাদনে প্রভাব পড়বে। তারপরও আমরা কৃষকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। জনবল সঙ্কটের কারণে অফিসিয়াল অনেক কাজও স্থবির হয়ে আছে।

চাঁদপুরে কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, সর্বশেষ নিয়োগে হাজীগঞ্জে ৫জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে নিয়োগ হলে সেখানে শূন্য পদগুলো পূরণের চেষ্টা থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়