শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০

সরেজমিন প্রতিবেদন-১১ : বিষ্ণুপুর ইউনিয়ন

কৃষি অফিসার ইউনিয়ন পরিষদে আসেন, সেখান থেকে চলে যান

সোহাঈদ খান জিয়া ॥
কৃষি অফিসার ইউনিয়ন পরিষদে আসেন, সেখান থেকে চলে যান

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নটি চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে সবচেয়ে বড় ইউনিয়ন। এ ইউনিয়নে ১৫ হাজার কৃষক রয়েছেন। এখানে বেশির ভাগই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ ইউনিয়নে ৩টি ব্লক রয়েছে। ব্লক গুলো হচ্ছে মনোহরখাদী, বিষ্ণুপুর ও নুরুল্লাপুর। এসব ব্লকের দায়িত্বে আছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি ইউনিয়ন পরিষদে আসেন আবার সেখান থেকে চলে যান।

ক’জন কৃষক বলেছেন, কৃষি কার্ড করেছি, উইপোকা ধরেছে। কৃষি কার্ডের কিছুই পাই না। কৃষি কার্ড দিয়ে বিসমিল্লাহও করতে পারি না। কাকে বীজ ও সার দেয় তাও আমরা জানি না। আমরা কোনো সময় সার ও বীজ কিছু পাই না। মেম্বার বলতে পারবেন কৃষকের জন্যে কী কী আসে। এভাবেই আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলে ফেললেন কৃষকগণ। তারা আরো বলেন, কৃষি অফিসার আমাদের এলাকায় আসতে দেখি না। আমরা নিজেদের টাকায় ধান, সার ও বীজ কিনে জমি চাষাবাদ করে আসছি। সরকারি কোনো প্রণোদনা আমরা পাই না। কৃষি অফিসারের কী নাম ও কবে আমাদের এলাকায় এসেছেন তাও জানি না।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেনের বাড়ি ফরিদগঞ্জে হলেও চাকুরির সুবাদে চাঁদপুর শহরে থাকেন।

এ ব্যাপারে ধনপদ্দি গ্রামের কৃষক আঃ রাজ্জাক প্রধানীয়া বলেন, আমি ধান, আলু, ভুট্টা ও পাট চাষাবাদ করে আসছি। নিজের টাকায় চাষাবাদকৃত জিনিস কিনে থাকি। কৃষি অফিসারের কী নাম তা জানি না। আমাদের এলাকায় আসতে দেখি না। মেম্বার বলতে পারবেন কৃষকের জন্যে কী কী আসে। এ বছর ৬০ শতাংশ জমিতে ভুট্টা চাষাবাদ করেছি।

কৃষক আমির হোসেন বলেন, কৃষি অফিসার আমি কোনো সময় দেখি না। আমরা সরকারি কোনো কিছু পাই না। কে পায় তাও জানি না।

কাদির খান ও মসজিদের ইমাম বলেন, কৃষি অফিসার ইউনিয়ন পরিষদে আসেন, আবার সেখান থেকে চলে যান। কৃষি কার্ড দিয়ে বিসমিল্লাহ করতে পারে না। এলাকায় আসেন না।

খেরুদিয়া গ্রামের মিজানুর রহমান বকাউল বলেন, গত বছর কৃষি অফিসার এসেছেন। এ বছর এখনো দেখি না। আমার সরকারি ধান, সার ও বীজ কিছু পাই না। নেতারা খায়।

জয়নাল আবেদীন পাঠান বলেন, কৃষি কার্ড হয়েছে। কিছু পাই না। কৃষি কার্ডে মনে হয় উইপোকা ধরেছে। কৃষি অফিসারকে আসতে দেখি না।

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, আমার ৩টি ব্লকে ১৫ হাজার কৃষক রয়েছে। আমি নিয়মিত ব্লকে যাই। পুরো ইউনিয়ন ঘুরে দেখি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়