সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০৯:১০

পুরোহিত মদন মোহন চক্রবর্তীর পরলোকগমন

স্টাফ রিপোর্টার
পুরোহিত মদন মোহন চক্রবর্তীর পরলোকগমন

পুরোহিত মদন মোহন চক্রবর্তী (মন্টু কর্তা) আর বেঁচে নেই। তিনি গত ৮ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় তার নিজ বাসভবন পুরাণবাজার হরিসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে তাৎক্ষণিক চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। (দিব্যান লোকান স গচ্ছতু) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ বহু জজমান, শিষ্য, ভক্ত ও অনুরাগী রেখে যান।

গতকাল ৯ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যু সংবাদে বহু ভক্ত, শিষ্য, অনুরাগী ছুটে আসেন। একজন নিরীহ সৎ মানুষ হিসেবে সর্বমহলে তার পরিচিতি ছিলো ব্যাপক।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকালীন এভাবে তার পরপারে চলে যাওয়াটা খুবই কষ্টের ও বেদনাদায়ক। তার মৃত্যুতে কয়েকটি পূজা ম-পের ব্যাপক ক্ষতি সাধিত হবে। তারা পুরোহিত সংকটে পড়বে। কারণ, তিনি বিগতদিনে কয়েকটি পূজা ম-পের পৌরোহিত্যর দায়িত্ব পালন করে আসছিলেন। তার হঠাৎ চলে যাওয়ায় আমরা খুবই ব্যথিত। তার আত্মার শান্তি কামনা করছি পরম আন্তরিকতায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। পরিবারটি যেনো এ শোক কাটিয়ে উঠতে পারেন এই প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে।

প্রয়াত মন্টু কর্তার মৃত্যু সংবাদে তাকে দেখার জন্যে তার বাসভবনে ছুটে আসেন হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, হরিসভা মন্দির কমপ্লেক্সের অধ্যক্ষ কেদারনাথ চক্রবর্তী, জেলা পূজা পরিষদ নেতা সুকান্ত সাহা টিটু, দুলাল চন্দ্র রায়, প্রভাষ সাহা, অজিত সাহা, গোবিন্দ সাহা, ডাঃ সহদেব দেবনাথ, অনন্ত চক্রবর্তী, টুটন বণিক, খোকন সাহা প্রমুখ। এছাড়াও শোক প্রকাশ করেছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী (পিপি) সহ চাঁদপুর শহরস্থ বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়