বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:২৯

চাঁদপুর চেম্বারে পুরাণবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা

ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করবে, ক্রয়-বিক্রয়ের মেমো কাছে রাখতে হবে

----সুভাষ চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার।।
ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করবে, ক্রয়-বিক্রয়ের মেমো কাছে রাখতে হবে
চাঁদপুর পুরাণবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচিতি অনুষ্ঠানে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ অতিথিদের সাথে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাগণ।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পুরাণবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা ব্যবসায়ীরা যে যেই ব্যবসাই করি না কেনো, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানবিক হতে হবে। বেশি মুনাফা লাভের আশায় আমরা যেনো বাজারে কোনো সংকট তেরি না করি। ব্যবসায়ীরা ব্যবসা করবে, এখানে ভয়ের কিছু নেই। আমাদেরকে আইন মেনে ব্যবসা করতে হবে। চাল, তেল, আটা, ময়দা, আলু, পিঁয়াজ, রসুন, আদা আমরা যে পণ্যেরই ব্যবসা করি না কেনো, পণ্য ক্রয়-বিক্রয়ের মেমো সাথে রাখতে হবে। দৈনন্দিন পণ্যের মূল্য তালিকা লিখে রাখতে হবে। তখন প্রশাসনের কিছু বলার সুযোগ থাকবে না। তারা বলবে ব্যবসায় স্বচ্ছতা আছে। প্রত্যেক দোকানি এই কাজটা যেনো করে তাদের প্রতি আমার অনুরোধ রইলো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক পরেশ চন্দ্র মালাকার, নাজমুল আলম পাটোয়ারী প্রমুখ।

চাঁদপুর পুরাণবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব সামছুদ্দিন মোল্লার সভাপতিত্বে ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. দুলাল কাজী, ব্যবসায়ী রোটারিয়ান রফিকুল ইসলাম প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদার, পাইকারি চিড়া, মুড়ি, বিস্কুট ও চানাচুর ব্যবসায়ী হাজী মুহাম্মদ শহীদ লস্করসহ অন্য ব্যবসায়ীগণ। অনুষ্ঠানের শুরুতে কাঁচামাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং চেম্বারের পক্ষ থেকে প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুরাণবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের কর্মকর্তারা হলেন : সভাপতি মো. মোস্তফা মুন্সী, সহ-সভাপতি মো. হাজী লোকমান বেপারী, হাজী শামসুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. দুলাল কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির গাজী ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়