প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩০
চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম
চিকিৎসার্থে ঢাকায় প্রেরণ
চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চাঁদপুর জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত জনৈক নেতার ইন্ধনে এ হামলার ঘটনা ঘটানো হয় বলে আহত ফয়েজের পরিবার জানায়। তার মাথায় কোপের গুরুতর জখম থাকায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রোববার রাত ৯টার সময় চাঁদপুর লঞ্চঘাট সড়কের নিশি বিল্ডিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ফয়েজকে একা পেয়ে অন্ধকারের মধ্যে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার রাত ৯টায় ব্যক্তিগত কাজে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ লঞ্চঘাট এলাকায় গেলে নিশি বিল্ডিংয়ের কাছে অন্ধকার থেকে একাধিক যুবক দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ফয়েজের মাথায় একাধিক কোপের আঘাতে তিনি গুরুতর জখম হন। এ সময় দৃর্বৃত্তরা ইব্রাহিম কাজী জুয়েলকে কেন বহিষ্কার করা হলো এমনটি বলে তাদের জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। এদিকে আহত ফয়েজকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থা বেগতিক দেখে ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকার নিউরোসাইন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফয়েজ জানান, ইব্রাহিম কাজী জুয়েল আমি মানিক ভাইয়ের গ্রুপ করি বলে ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডাদের দিয়ে আমার ওপর হামলা করিয়েছে।