প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১
চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ
চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের মাঝে এই ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সদস্যদের শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর