বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:০২

বিষ্ণুদী ক্লাবের সাধারণ সভা

সভাপতি সেলিম আকবর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম
বিষ্ণুদী ক্লাবের সাধারণ সভা

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রোববার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং সেন্টারের তৃতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তমতে ক্লাবের সভাপতি হিসেবে অ্যাডঃ সেলিম আকবর ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেনের মানিকের নাম প্রস্তাব করা হয়।

সভার শুরুতেই ক্লাবের নতুন কমিটি গঠন, ক্লাবের আয়-ব্যয়, সম্পদ রক্ষণাবেক্ষণসহ বিবিধ বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাব সদস্যরা।

ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক কামরুল ইসলাম জুগলুর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহ মোঃ জাহাঙ্গীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল মাঝি, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, ক্লাব কর্মকর্তা ও চাঁদপুর পৌরসভা সাবেক কাউন্সিলর চাঁন মিয়া (চান্দু) মাঝি, সাবেক যুগ্ম সম্পাদক বাবুল মাঝি, সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, সদস্য হানিফ বকাউল, জাকির বন্দুকসী, আমিন মোল্লা ও মহসিন পাটওয়ারী।

সভায় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনির মিজি, মাসুদ মাঝি, আলমগীর হোসেন, মৃধা মাঝি, মোঃ আলমগীর মিয়াজী (আলম), মোঃ মাহবুবুল আলম সরকার, আহসান হাবিব বাচ্চু, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, করিম গাজী, দুলাল, জুয়েল, রুম্মন গাজী, মনসুর, সালাম, খালেক মিজি, খায়ের, দুলাল মিজি, ফারুক, বশির খন্দকার, মনির খন্দকার, দুলু গাজী, আনোয়ার গাজী, সেলিম ঢালি, স্বপন চাকমা, শরীফুল ইসলাম শামীম, রায়হান, জাহাঙ্গীর (২), হাকিম গাজী, মুন্না, দুদু বকাউল, মোস্তফা কামাল সুজনসহ ক্লাব কর্মকর্তারা।

সভায় সকল সদস্যদের সিদ্ধান্ত মতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে কমিটির সদস্যরা হলেন : হাজী শাহ জাহাঙ্গীর, বিল্লাল মাঝব, চাঁন মিয়া মাঝি, শোয়েব রহমান, আমিন মোল্লা, বাবুল মাঝি ও জাহাঙ্গীর গাজী। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়