রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৪:৩১

আজ জামাই ষষ্ঠী

স্টাফ রিপোর্টার
আজ জামাই ষষ্ঠী

আজ ১৬ জুন বুধবার জামাই ষষ্ঠী। মেয়েবাড়ির সাথে জামাইবাড়ির গভীর বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে শ^শুরবাড়ির লোকজন এই আয়োজন করে থাকেন। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নানা দেব-দেবীর পূজা করার প্রচলন রয়েছে। তেমনি জামাই ষষ্ঠী উপলক্ষে মেয়ে জামাই ও সন্তানের মঙ্গল কামনায় অনেকেই মা ষষ্ঠীর আশীর্বাদ লাভে জামাই ষষ্ঠীর দিনে এই পূজার আয়োজন করে থাকেন। এই দিন তারা জামাইয়ের মঙ্গল কামনায় পূজা শেষে হলুদ রংয়ে রাঙানো সুতা জামাইয়ের হাতে বেঁধে দেন। নারীরাই বিশেষ করে এই পূজার আয়োজন করে থাকেন বলে পূজাকে কেন্দ্র করে দৃশ্যমান কোনো আয়োজন চোখে পড়ে না। পূজার জন্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিকে বেঁচে নেয়া হয়। এই দিন অনেক মা-ই সন্তানের মঙ্গল কামনায় হলুদ, পান, সুপারিসহ ১০৮টি দুর্বা ঘাসের আঁটি বেঁধে ষাটের ঘট স্থাপন পূর্বক নদী বা জলাশায় হতে পবিত্রতা নিয়ে জল ভরে নিয়ে আসেন এবং সন্তানের মঙ্গল কামনায় ৩ বার ষাট ষাট বলে তা সন্তানের গায়ে ছিটিয়ে দেন। বিশেষ করে জামাই ষষ্ঠীর এই উৎসবটি বাঙালি পরিবারের মধ্যেই চোখে পড়ে। তবে অনেকেই জামাই ষষ্ঠীকে জামাইদের ভুরিভোজ বলেও মনে করেন। এদিনকে কেন্দ্র করে মেয়ে বাড়ির সাথে জামাই বাড়ির যাতায়াত বৃদ্ধি পায়। এদিন জামাইসহ আত্মীয়-স্বজনের মনোতুষ্টির লক্ষ্যে শ^শুরবাড়ির লোকজন হরেক রকম খাওয়ার আয়োজন করেন। তারা জামাইকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে থাকেন। অনেকে আবার সামর্থ্যানুযায়ী জামাইয়ের মান রক্ষায় জামাইসহ তার সাথে আসা লোকদেরকে নতুন বস্ত্র দিয়ে থাকেন। এদিন জামাইও আম, কাঁঠাল, মাছসহ মিষ্টিজাত দ্রব্য নিয়ে শ^শুরবাড়িতে হাজির হন শ^শুর, শাশুড়ির আশীর্বাদ লাভে। এদিনকে কেন্দ্র করে দু পরিবারের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হলেও অভাবগ্রস্ত শ^শুরের বাড়িতে দেখা যায় অদৃশ্যমান হতাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়