শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

মধ্য ইচলীর আদর্শ গুচ্ছগ্রামে উন্নয়নের ছোঁয়া, সুফল পাবে এলাকাবাসী

প্রশস্ত আরসিসি রাস্তা ও ড্রেনের কাজ চলমান, দেয়া হচ্ছে বিশুদ্ধ পানির সংযোগ

মধ্য ইচলীর আদর্শ গুচ্ছগ্রামে উন্নয়নের ছোঁয়া, সুফল পাবে এলাকাবাসী
আলআমিন হোসাইন ॥

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের আদর্শ গুচ্ছগ্রাম অবহেলিত ছিলো দীর্ঘদিন। রাস্তার অবস্থা ছিলো নাজুক। ছিলো না ড্রেন ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। সামান্য বৃষ্টি বা বন্যায় রাস্তায় আটকে যেতো পানি। তাই কখনো পথচারীদের হাঁটতে হতো হাঁটু পানিতে, কখনো কর্দমাক্ত রাস্তায়। ফলে এলাকাবাসীসহ পথচারীদের প্রচুর ভোগান্তি পোহাতে হয়েছে। ছিলো না উন্নয়নের ছোঁয়া। কিন্তু বর্তমানে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ছোঁয়া লেগেছে উন্নয়নের।

গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলীর আদর্শ গুচ্ছগ্রামে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরসিসি রাস্তা এবং ড্রেন। একই সাথে দেয়া হচ্ছে বিশুদ্ধ পানির লাইন। পৌর মেয়রের আশ্বাস অনুযায়ী নামমাত্র ফিতে গ্রাহকরা পাবেন পানির সংযোগ। এতে বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির নিরসন হলো। সম্প্রতি এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। কাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও এলাকার কৃতী সন্তান মাহফুজুর রহমান টুটুল ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

সরেজমিনে আরো দেখা গেছে, রাস্তা প্রশস্ত করতে রাস্তার দুপাশের বাসিন্দারা তাদের জায়গা জনস্বার্থে ছেড়ে দিয়েছেন। মূলত রাস্তা প্রশস্তের সুফল সম্পর্কে মেয়র জিল্লুর রহমান জুয়েল এলাকাবাসীকে অবগত করলে তারা স্বেচ্ছায় নির্ধারিত পরিমাণ জায়গা জনস্বার্থে ছেড়ে দেন। ক্ষতিগ্রস্তদের মেয়র পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, রাস্তা ও ড্রেনসহ সড়কটি ১৪ ফুট প্রশস্ত হবে। যা আগে ছিলো প্রায় ৭ ফুট।

ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর কথা রেখেছেন। তিনি ১১নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা এবং ড্রেন করার উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উক্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে। এতে গুচ্ছগ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল বলেন, ২০০৯ সালের আগে এলাকাটি বালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিলো। বিগত বছরে এ এলাকায় উন্নয়নের ছোঁয়া আশানুরূপ হয়নি। এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শত শত কোমলমতি শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করে। শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঘিরে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করা হচ্ছে।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এ এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে প্রশস্ত আরসিসি রাস্তা, ড্রেন ও বিশুদ্ধ পানির সংযোগ। আগামী নির্বাচনের আগে প্রকল্পের কাজ শেষ করতে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে কাজ চলমান। পৌর কর্তৃপক্ষ কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত মনিটরিং করছেন। আমাদের লক্ষ্য, উক্ত কাজের ফলে যেনো আগামী ৫০ বছর উক্ত এলাকার বাসিন্দাদের কোনোরূপ ভোগান্তি না হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কাজ চলমান। তারই ধারাবাহিকতায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমি আশাবাদী, মানুষ আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনায় আসীন করবে।

আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মোক্তার শেখ বলেন, আমাদের গুচ্ছগ্রাম এলাকাটি দীর্ঘদিন অবহেলিত ছিলো। রাস্তা, ড্রেন ও বিশুদ্ধ পানির অভাব আমাদের দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি বা বন্যায় রাস্তায় পানি আটকে যেতো। কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু বর্তমান মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ছোঁয়া লেগেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়