বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২১:১০

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড কাউন্সিলরদের পরিবর্তে জনস্বার্থে কাজ করবেন যে সকল কর্মকর্তা

গোলাম মোস্তফা

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড

কাউন্সিলরদের পরিবর্তে জনস্বার্থে কাজ করবেন যে সকল কর্মকর্তা

গোলাম মোস্তফা ॥ এখন থেকে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরদের পরিবর্তে নিম্নলিখিত কর্মকর্তাগণ জনস্বার্থে জনগণের জন্যে কাজ করবেন।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০২.২৪-১০৮৩, তারিখ- ২৬.০৯.২০২৪ খ্রিঃ-এর প্রজ্ঞাপনের অফিস আদেশ মূলে পৌরসভায় প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্যে সদস্য সমন্বয় কমিটি গঠন করা হয়। চাঁদপুর পৌরসভার গত ২৪ অক্টোবর পৌর কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ১৫টি ওয়ার্ডে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্যে ৮জন সহায়ক সদস্যকে ১৫টি ওয়ার্ডে নিম্নরূপভাবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্তরা হলেন-- ৬নং ওয়ার্ডে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন, ১২ ও ৯নং ওয়ার্ডে জেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, ১৪ ও ১৫নং ওয়ার্ডে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, ৭ ও ১১নং ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির, ৮ ও ১০নং ওয়ার্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, ৫ ও ১৩নং ওয়ার্ডে জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, ১ ও ৩নং ওয়ার্ডে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, ২ ও ৪নং ওয়ার্ডে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।

উল্লেখিত ১৫টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ স্ব স্ব ওয়ার্ডের জনগণের কল্যাণে ও জনস্বার্থে নিম্নে উল্লেখিত কার্যক্রম করবেন--

(১) কমিটির সদস্যরূপ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৪২০ (২) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন।

(২) কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৪২০ (৩) অনুযায়ী কাউন্সিল-এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

(৩) ১৫টি ওয়ার্ডের নাগরিক সনদ, জন্ম সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র, উত্তরাধিকার সনদপত্র ও অন্যান্য সনদপত্রের আবেদনে সুপারিশ প্রদান করবেন।

(৪) কমিটির সদস্যবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা (দাখিল, আলিম), ব্যাংক কর্মকর্তা, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, টিএলসিসি ও ডাব্লিউসি সদস্যবৃন্দ এদের সহযোগিতা নিয়ে সুপারিশ প্রদানের কার্যক্রম সম্পাদন করবেন।

(৫) এ সকল ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, হোল্ডিং কর পরিশোধের জন্যে সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করবেন।

বিশেষ করে হোল্ডিং কর পরিশোধ হলে এ জাতীয় আবেদনে সুপারিশ করবেন।

এখন থেকে উল্লেখিত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে পৌর কাউন্সিলরদের দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়