বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২২:১১

চাঁদপুর পৌরসভার বিশেষ টিমের তৎপরতা

দুর্গাপূজায় শহরের যানজট নিয়ন্ত্রণে।। ভ্রাম্যমাণ দোকানমুক্ত সড়ক

গোলাম মোস্তফা
দুর্গাপূজায় শহরের যানজট নিয়ন্ত্রণে।। ভ্রাম্যমাণ দোকানমুক্ত সড়ক
চাঁদপুর শহরের সড়কগুলোতে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর পৌরসভার টিম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ টিম কঠোরভাবে মাঠে নেমেছে। শহরের প্রধান প্রধান সড়কের যানজট সমস্যা নিরসনসহ সড়কগুলোর শৃঙ্খলা রক্ষা এবং জনগণের চলাফেরায় নিরাপত্তার জন্যে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এই বিশেষ টিমের কঠোর তৎপরতায় পুরো শহর এক পরিচ্ছন্ন যানজটমুক্ত শহর হয়ে যায় । শুক্রবার (১১ অক্টোবর) বন্ধের দিনেও তাদেরকে সড়কে সক্রিয় দেখা গেছে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সড়কে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে তাদের। এ সময়টাতে শহরের প্রধান সড়কগুলোতে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ হাওলাদারের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তারা সড়কে অবস্থান করে সাধারণ জনগণের নিরাপদ চলাচলে ও যানবাহনের শৃঙ্খলাপূর্ণ চলাচলে সহযোগিতা করতে এবং অবৈধ রিকশাভ্যান ফুটপাত থেকে দখলমুক্ত করার কাজ করতে দেখা যায়। দেখা গেছে,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একাধিক টিমে বিভক্ত হয়ে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং অবৈধ ভ্যানচালকদের সতর্ক করে রাস্তায় চলাচলে বাধা প্রদান করে। বিশেষ করে শহরের ব্যস্ততম মোড়গুলোতে যানজট সৃষ্টি না করতে সড়কে দাঁড়িয়ে থাকা অবৈধ ভ্যান ও রিকশা চালকদের সরিয়ে দিয়ে তাদের সতর্ক করা এবং নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড় করানোর মতো কাজ করেন। এতে শহরের সড়কগুলো নিরাপদ ও সুন্দর সড়কে পরিণত হয়। ফলে আগত দর্শনার্থী ও শহরবাসীর চলাচল স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ হাওলাদার বলেন, যানজট সমস্যার সমাধান আমাদের অগ্রাধিকার। আমরা সঠিক নিয়মকানুন মেনে চলার জন্যে সবার সহযোগিতা আশা করছি। তিনি জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে পৌরসভার এমন উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়ে বলেন, যানজট সমস্যার কারণে প্রতিদিন শহরে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়। পৌরসভার এই উদ্যোগ যদি নিয়মিতভাবে চালানো হয়, তবে যানজট সমস্যা কমে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়