শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পুরাণবাজারে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি উদ্বোধন

পুরাণবাজারে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের বহুবিধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পুরাণবাজার মধূসুধন উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, এখানে চাঁদপুরের প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিলো। তাই এই স্কুলের পাশে একটি নান্দনিক চত্বর করার আশ্বাস দিচ্ছি। একটি উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সন্তানদের মানবিক ও আদর্শবান করে তুলতে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ পুরাণবাজারের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং মহাসচিব ব্যাংকার মুজিবুর রহমানের সঞ্চালনায় প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম, পরিষদের সভাপতি ফয়েজ আহমেদ মন্টু, সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, নাসির খান, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, শিশুদের ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক ধ্রুবরাজ বণিক, সদস্য সচিব লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম মহাসচিব বাদল খান, শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়