বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০০:০০

কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান থাকলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

-----------পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার

কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান থাকলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগানে আগামী ২৯ অক্টোবর পালন করা হবে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তাদের সাথে প্রস্তুতি সভা করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে আগামী ২৯ অক্টোবর শনিবার দিবস উদযাপন বিষয়ে মতামত ও নানা কার্যক্রম হাতে নেয়া হয়। উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে : ওইদিন সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় দিবস উদযাপন বিষয়ে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন।

সভাপ্রধানের বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান থাকলে সমাজ থেকে অনেক অপরাধ দূর করা সম্ভব। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা, পৌর ও প্রতিটি অঞ্চল কমিটির কাজ আরো গতিশীল করতে হবে। তাহলে সাধারণ মানুষ বুঝবে যে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশও কাজ করছে।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ ওয়ালী উল্লাহ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, কমিউনিটি পুলিশিং পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি শরীফ মোঃ আশরাফুল হক, কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, এসআই (নিরস্ত্র) সাখাওয়াত হোসেন, এসআই (নিরস্ত্র) বকুল বড়ুয়াসহ কমিউনিটি পুলিশিং ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়