প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৫৭
আজ থেকে নয়, ১৫ জুন থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
আগামী ১৫ জুন থেকে সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। ১৯ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। চারদিনব্যাপী এই ক্যাম্পেইনে চাঁদপুর জেলার তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করার জন্যে গত ৯ জুন বৃহস্পতিবার চাঁদপুরের সাংবাদিকদের নিয়ে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইন আজ ১২ জুন থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত ছিলো। গতকাল বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে অনিবার্য কারণে তারিখ পেছানোর চিঠি আসে। সেখানে ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পুনঃতারিখ নির্ধারণের বিষয়টি জানানো হয়। চাঁদপুর ইপিআই কার্যালয়ের সুপারভাইজার সবুজ এ তথ্য জানান।
|আরো খবর
কর্মশালায় জানানো হয়, চাঁদপুর জেলায় এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৫৯৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৩ লাখ ২০ হাজার ৮২৮ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
গতবছর চাঁদপুর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অর্জনের হার ছিল ৯৯ ভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। জেলার মোট ২২৩৫টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।