বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:০১

সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন

চাঁদপুরে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

অনলাইন ডেস্ক
চাঁদপুরে সাড়ে ৩ লাখ শিশুকে  ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় চাঁদপুরেও জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।

সারাদিন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩৮ হাজার ৩৩৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ৯ হাজার ৪৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে এ চাঁদপুরে মোট সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে এই ভিটামিন ক্যাপসুল।

গতকাল সোমবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

তিনি বলেন, চাঁদপুর জেলায় স্থায়ী, অস্থায়ী কেন্দ্রসহ (ইপিআই কার্যক্রম চলমান) মোট ২ হাজার ৩৩২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ প্লাস পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময় অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয়।

সিভিল সার্জন বলেন, এই প্রোগ্রামটি পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য সকল বিভাগ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং ১২ ডিসেম্বর,২০২৩ খ্রিঃ ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শতভাগ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন ও ডাঃ মোঃ জাহিদুজ্জামান।

এসময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, সিনিয়র সহ সভাপতি রহিম বাদশা, আলম পলাশ, সদস্য ফারুক আহমেদ, শাহাদাত হোসেন শান্ত,মিজানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যরা এবং ইপিআই সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়