রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৪৭টি পদে ৪৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতিসহ চারটি পদে নির্বাচন হয়।

নির্বাচনে ৬শ' ৮৭ জন ভোটারের মধ্যে ৬শ' ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন (ব্যালট নং ২) ৪৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুন্সী (ব্যালট নং ১) ভোট পেয়েছেন ১৯৮টি। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন মিয়া। এছাড়া ব্যালট ভোটের মাধ্যমে নির্বাহী সভাপতি পদে (ব্যালট নং ৪) পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ৩২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন মিয়া ( ব্যালট নং ৩) ভোট পান ৩০৯টি।

নির্বাহী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন। এদের মধ্যে নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান (ব্যালট নং ৫) ২৭৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমান (ব্যালট নং ৭) ভোট পেয়েছেন ২৪৯টি এবং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের (ব্যালট নং ৬) ভোট পেয়েছেন ১০৫টি।

সাংগঠনিক সম্পাদক পদে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুদ্দিন মৃধা (ব্যালট নং ৮) ৪০২ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াইস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম (ব্যালট নং ৯) ভোট পেয়েছেন ২২৯টি।

নির্বাচনের প্রিজাইটিং অফিসার চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন কবির।

দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়