শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮

স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতির চিহ্ন নিয়ে শহীদ জিয়া সংসদের উদ্বোধন

মানুষের জন্যে কাজ করতে পারাটাই রাজনীতিবিদদের বড়ো প্রাপ্তি ....... সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী
মানুষের জন্যে কাজ করতে পারাটাই রাজনীতিবিদদের বড়ো প্রাপ্তি  ....... সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজারসহ বিভিন্ন স্থানে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৯ সেপেম্বর ২০২৫) রাতে সংগঠনের রূপসা দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনীতিতে দল ও মতের পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এদেশের মানুষের কাছে রাজনীতি নামটাকে কলংকিত করে গিয়েছে। তারা কখনই সুষ্ঠুধারা রাজনীতি নিজেরাও করেনি. কাউকে করতেও দেয়নি। তাই তারা বারংবার নিষিদ্ধ হয়েছে। এবারতো পালিয়েই গিয়েছে। একই সাথে নিজ দলের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও একই ধরনের কথা প্রযোজ্য। আমাদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতা হবে, কে কতো বা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবে। মানুষের সেবা করতে পারবে। এদেশের মানুষ উন্নয়ন চায় অবশ্যই, তার সাথে সাথে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের কাছ থেকে ভাল ব্যবহার এবং তাদের ভালবাসা পেতে চায়। আমাদের মনে রাখতে হবে, মানুষের জন্যে কাজ করতে পারাটাই রাজনীতিবিদদের বড়ো প্রাপ্তি। আমরা আশা করছি, বর্তমান সরকার তার ঘোষিত নিদিষ্ট সময়ে অর্থাৎ আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে। যার মাধ্যমে এদেশের আবারো প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে, যেই গণতন্ত্র আরো একবার শহীদ জিয়া তার হাত দিয়ে ফিরিয়ে এনেছিলেন। আমরা আর বিগত দিনের সেই দুঃসহ স্মৃতি ফিরে যেতে চাই না। শহীদদের রক্তের ঋণ আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই পরিশোধ করতে চাই।

এদিকে আয়োজকরা জানায়, ‘শহীদ জিয়া স্মৃতি সংসদটি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হবে। যাতে যারাই এটি দেখতে আসবে, তারা বুঝতে পারবে এই অঞ্চলের মানুষের এই আন্দোলনের অবদানের কথা। কতকষ্ট ও অত্যাচার সহ্য করে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি ’।

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খানের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন।

ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান,পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মসম্পাদক মানিক পাটোয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আনোঢার হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান এবং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে বর্ডার বাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে উদ্বোধন করেন। পরে তারা ঘুরে ঘুরে সংসদ কার্যালয়ে স্থাপিত ছবির এলব্যাম পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়