প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬
মতলবে পানিতে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির (যমুনা শাখা) শিক্ষার্থী মোজাম্মেল নানার বাড়ি বেড়াতে গিয়ে খালে পড়ে পানিতে ডুবে মারা যায় (ইন্না লিল্লাহি.......রাজেউন। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
জানা যায়, মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল মোজাম্মেল। মায়ের অগোচরে খেলতে গিয়ে সে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। তার মা ও আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করে তাকে খালে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার নানার বাড়ি মতলব উত্তর উপজেলার নতুন বাজারের রামদাসপুর গ্রামে। তার পরিবার মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায় ভাড়া থাকতো। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।