শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক মো: গোলাম সারওয়ারের অবসর গ্রহণ

মো. জাকির হোসেন
জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক মো: গোলাম সারওয়ারের অবসর গ্রহণ

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলানী চিশতি কলেজ থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে অবসর গ্রহণ করলেন সহকারী অধ্যাপক মো: গোলাম সারওয়ার। তিনি ১৯৯২ সালের ১ সেপ্টেম্বর এই কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের নানা সাফল্য ও অভিজ্ঞতা পেরিয়ে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন তিনি।

IMG-20250918-WA0104

ভূগোল বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও অনুকরণীয়। তার স্নেহ, আন্তরিকতা ও শৃঙ্খলাবোধ শিক্ষার্থীদের প্রেরণা জুগিয়েছে সবসময়।

মো: গোলাম সারওয়ার ২০১৫ সালের ১ অক্টোবর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ মে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নেতৃত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেন।

মোট ৩৩ বছর ১৮ দিন এর কর্মজীবনে তিনি কেবল শিক্ষকই নন, বরং একজন পরামর্শদাতা, দিকনির্দেশক ও অভিভাবকের ভূমিকাও পালন করেছেন। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে সহকর্মী ও ছাত্রছাত্রীদের কাছে।

“স্যার আমাদের শুধু পড়াশোনার শিক্ষা দেননি, জীবনের শিক্ষা দিয়েছেন। তার আন্তরিক ভালোবাসা ও উপদেশ আমরা সারাজীবন মনে রাখব।” — বর্তমান শিক্ষার্থীরা

“স্যারের মমতাময় আচরণ আমাদের কাছে তাকে শুধু শিক্ষক নয়, অভিভাবকের মর্যাদা দিয়েছে।” — প্রাক্তন শিক্ষার্থী

IMG-20250918-WA0099

অবসরোত্তর জীবনে তিনি যেন সুস্থ থেকে শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করতে পারেন—এই কামনা করেছেন সহকর্মী, ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসী। তার পরিবারের জন্যও দোয়া কামনা করা হয়েছে।

শিক্ষা অঙ্গনের অনেকেই মনে করেন, মো: গোলাম সারওয়ারের অবসর গ্রহণের মধ্য দিয়ে জিলানী চিশতি কলেজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের উপস্থিতি হারালো। তবে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়