মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০

জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা

চাঁদপুর শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের ওপর গুরুত্বারোপ

চাঁদপুর শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের ওপর গুরুত্বারোপ
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর শহরে যানজট অতিষ্ঠ করে তুলছে শহরবাসীকে। এ বিষয়টি প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে। গতকাল ১০ এপ্রিল রোববার সকাল ১১টায় ছিলো জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অনেকেই চাঁদপুর শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের প্রস্তাবনা নিয়ে গুরুত্বরোপ করেছেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর শহরে সেই পাকিস্তান আমলের রাস্তা দিয়েই চলাচল করা হচ্ছে। মানুষ বেড়েছে, বাড়েনি রাস্তা। এই শহরের যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে। অনেকেই রাস্তার পাশে বাড়ি নির্মাণ করেছেন, অথচ জায়গা ছাড়েননি। ১০জন লোকের জন্যে ১০ হাজার মানুষ কষ্ট পাবে সেটা মেনে নেয়া যায় না। আজকে সবাই বাইপাস সড়কের দাবি তুলেছেন, এটা একটি ভালো প্রস্তাব। জেলা প্রশাসক এ বিষয়ে সড়ক বিভাগকে সার্ভে করতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, চাঁদপুরে অন্য জেলার সিএনজি আসতে পারবে না। কেবল চাঁদপুরের সিএনজি চাঁদপুরেই চলবে। আইন অমান্য করলে শাস্তির আওতায় আনতে হবে। বাজার নিয়ন্ত্রণ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মোবাইল কোর্টের লক্ষ্য অপরাধ হ্রাস পাওয়া। কাউকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। মোবাইল কোর্ট চালিয়ে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে। চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাসপোর্ট অফিসের নামে অভিযোগ উঠেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, পাসপোর্ট নিয়ে হয়রানি নয়। দেশের নাগরিক হিসেবে একজন মানুষের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। যদি কারো কোনো কারণে পাসপোর্ট বাতিল হয়ে যায় সে ম্যাসেজটিও তাকে পেতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ধর্ম মানুষকে শৃঙ্খলা শেখায়। প্রত্যেকটা পরিবারের সদস্য যদি ধর্মের শিক্ষা পায়, তাহলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে না। তিনি আরো বলেন, ফেসবুকে গুজব ছড়িয়ে দিচ্ছে। মানহানিকর তথ্য ফেসবুকে পোস্ট করছে। এ বিষয়গুলো আমাদের গোয়েন্দা সংস্থা দেখছে। পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরলস কাজ করছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনাকে বন্ধ করতে হবে। ফেসবুক কন্ট্রোল করা সময়ের দাবি। তিনি আরো বলেন, পুরাণবাজারে রমরমা মাদকের ব্যবসা। মাদকের কারণে পুরাণবাজারে ক্রসফায়ার হয়েছে। এলাকাবাসী আমাদের জন্যে মিলাদ পড়িয়ে দোয়া করেছেন। মাদক নিয়ে কেউ দলীয় পরিচয় দিলে আমরা পুলিশকে বলি তাদেরকে দুইটা বেত্রাঘাত বেশি দিবেন। আমরা কখনোই মাদকের বিষয়ে সুপারিশ করি না।

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর শহরের রাস্তা প্রশস্ত করতে আমাদের উদ্যোগ রয়েছে। তবে বেশিরভাগ রাস্তাই রেলওয়ের সম্পত্তিতে, চাঁদপুর শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। আমার মনে হয় বাইপাস সড়কের জন্যে একটি প্রজেক্ট তৈরি করা প্রয়োজন। বড় স্টেশন থেকে নদীর পাড় হয়ে মতলব পর্যন্ত একটি বাইপাস সড়ক করা যেতে পারে বলে তিনি প্রস্তাবনা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়