বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারীবর্ষের প্রেসিডেন্ট ও সেক্রেটারী মনোনীত

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারীবর্ষের প্রেসিডেন্ট ও সেক্রেটারী মনোনীত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব, দীর্ঘ বায়ান্ন বছরের ঐতিহ্য ও গৌরবের ধারক চাঁদপুর রোটারী ক্লাব (রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ)-এর ২০২২-২০২৩ রোটারীবর্ষের নতুন নেতৃত্ব মনোনীত হয়েছে। গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ক্লাবের বর্তমান রোটারীবর্ষের চতুর্থ বোর্ড সভায় সদ্য মনোনীত প্রেসিডেন্ট খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, আরএফএসএম তার প্রস্তাবিত বোর্ডকে সবার সামনে উপস্থাপন করেন। এর আগে তৃতীয় বোর্ড সভায় প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারী ইলেক্ট মনোনীত করা হয়।

প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন ইতোপূর্বে ২০১৮-২০১৯ রোটারীবর্ষে সেক্রেটারীর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তিনি প্রতিষ্ঠিত কোম্পানী ট্রেডস্ওয়ার্থ লিঃ-এর চাঁদপুরে ব্রাঞ্চ ইনচার্জ, চাঁদপুর সিটি স্কেন এন্ড ইমেজিং সেন্টারের একজন পরিচালক এবং এর পাশাপাশি হোটেল গ্র্যান্ড হিলশার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সেক্রেটারী ইলেক্ট রোটারিয়ান ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, আরএফএসএম চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্য চর্চার সাথে জড়িত এবং চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ। প্রস্তাবিত নতুন বোর্ডের সভাপতি সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনের সেবাসূচি ও কর্মপঞ্জি প্রণয়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়