বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩২

শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

‎শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

শাহরাস্তি প্রিমিয়ার লীগের প্রথম রাউন্ডের খেলায় পুরস্কার বিতরণ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম হারবিঞ্জাস ও নোয়াখালী আশিয়ান স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগের পর খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।

‎এ খেলায় চট্টগ্রাম হারবিঞ্জাসকে ৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী জয়লাভ করে। জমজমাট এই ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ও খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।

‎ম্যাচে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালীর পক্ষে ফয়সাল অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ‘গেম চেইঞ্জার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অপরদিকে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্যে জসিম ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সদস্য জসিম উদ্দিন, সদস্য হাসান আহমেদ, সদস্য আবু মূসা আল শিহাব ও সদস্য জসিম উদ্দিন।

‎উল্লেখ্য, খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী ৫১ রানের বড়ো জয় নিশ্চিত করে, যা উপস্থিত দর্শক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

ছবি-৩৬

নৈতিক শিক্ষার প্রচার-প্রসারে ফরিদগঞ্জে হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতা ও ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির উদ্যোগ

প্রবীর চক্রবর্তী \ এমনিতেই ফুটবল কিংবা ক্রিকেটের কোনো টুর্নামেন্ট হলে ক্রীড়াপ্রেমী দর্শকের অভাব হয় না। সর্বশেষ যার বড়ো উদহারণ ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। প্রায় প্রতিটি খেলায় দেখা মিলেছে দর্শকদের। আর এসব অনুষ্ঠানে আগত দর্শকদের মাধ্যমে

সমাজহিতৈষী কোনো কর্মসূচিরও বাস্তবায়ন সম্ভব। সেই আলোকে নৈতিক শিক্ষা, মাদকমুক্ত সমাজ এবং যুবসমাজকে ক্রীড়মুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে সদ্যসমাপ্ত ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের জড়িত হওয়াটা ছিলো মূল উদ্দেশ্য। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার জানান তার স্বপ্নের কথা। তিনি বলেন, সুশিক্ষিত ও দেশপ্রেমিক সুনাগরিক গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নাই। তাই দীর্ঘদিন যাবত নিঃস্বার্থভাবে নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। ইতিমধ্যে “গড়ৎধষ ঊফঁপধঃরড়হ উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব” নামে একটি প্রকল্পও চালু করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। বিগত বছরের ৯ এপ্রিল, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যই ‘শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ গোল্ডকাপকে পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। যাতে করে নৈতিক শিক্ষা কার্যক্রম প্রতিটা ঘরে ঘরে পেঁৗছে যায়। কারণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি। তাই নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ফরিদগঞ্জ গোল্ডকাপ আয়োজনে ভবিষ্যতেও এককভাবে পৃষ্ঠপোষকতা করে যাবে ইনশাআল্লাহ।

এছাড়া ভবিষ্যতে ফরিদগঞ্জের শিক্ষা বিষয়ক যে কোনো কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট থাকার চেষ্টা করবে। আমরা চেষ্টা করে যাচ্ছি নৈতিক শিক্ষার মূল কাঠামোটা সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য। খেলাধুলা এবং শিক্ষা সহায়ক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তাদের একজন ও টুর্নামেন্টের আয়োজক কমিটির

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়