মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০:০৬

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা

ক্লাবটির নেতৃত্ব ভালো হওয়ায় কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে

— পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

ক্রীড়া প্রতিবেদক।।
ক্লাবটির নেতৃত্ব ভালো হওয়ায় কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্লাবটির নেতৃত্ব ভালো হওয়ায় কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ক্লাবের সদস্যরা নিয়মিতভাবে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত এক যুগ ধরে ক্লাবের পক্ষ থেকে নিয়মিতভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। ক্লাবটিতে প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরতরা সারাদিনের অফিস শেষে নিয়মিত মাঠে খেলতে আসেন। আমিও ক্লাবটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ক্লাবের খেলাধুলার বিষয়ে আমার সহযোগিতা থাকবে।

সভায় ক্লাবের সভাপতি ডা. মো. জালাল উদ্দিন রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব মো. আবুল কালাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল ও আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাশরুর হাছান ভূঁইয়া সোহাগ এবং ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।

ক্লাবের কর্মকর্তা গিয়াস কবিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদস্য লক্ষ্মণ সূত্রধর, মাইনুল ইসলাম, খালেদ মাহমুদ, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল খালেক নয়ন, মুরাদ হোসেন, ফারুক মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়