শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪

সভাপতি কেশওয়ার ও সম্পাদক রকিবুল

ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের ৭ সদস্য কমিটি গঠন

চৌধুরী ইয়াসিন ইকরাম
ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের ৭ সদস্য কমিটি গঠন

ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর ২০২৫) সকালে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নের হল রুমে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার কেশওয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান।

ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের উপদেষ্টাদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাড. নুরুল আমিন খান আকাশ, হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, মিজানুর রহমান, শান্ত চৌধুরী, জুলফিকার আলী ভুট্টু ও কামরুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি তোফায়েল কাজী সবুজ, জয়েন্ট সেক্রেটারি সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক রাসেল পাটওয়ারী, কোষাধ্যক্ষ ইয়াসিন খান ও প্রচার সম্পাদক ইমন সরকার।

কমিটি গঠনশেষে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যরা। কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ কমিটির পক্ষ থেকে বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ও ক্রিকেটের উন্নয়নে বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া বিভিন্ন উপজেলার অসহায় ক্রিকেটারদেরকে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়