শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:২২

মতলব উত্তরে নুরু মিজি ফ্রিজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে নুরু মিজি ফ্রিজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি : মতলব উত্তরে মো. নুরু মিজি ফ্রিজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার উদ্দমদী গ্রামে মরহুম মো. নুরু মিজি ফ্রিজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উদ্দমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের উপস্থিতিতে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

ইতালি প্রবাসী মো. আবুল খায়ের মিজির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সমাজসেবক নোয়াব আলী দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তারেক জিয়া সাইবার দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা সরকার। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আল-আমিন, মো. মেজবাহ, মো. আরাফাত রাফি, মো. আবু আব্দুল্লাহসহ যুব সমাজ।

খেলায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে রয়েল স্টার স্পোর্টিং ক্লাব ঢাকা বনাম এসকে স্পোর্টিং ক্লাব উদ্দমদী। ১-০ গোলে রয়েল স্টার স্পোর্টিং ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসকে স্পোর্টিং ক্লাব উদ্দমদী। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। এ সময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখে। সমাজে এ ধরনের খেলাধুলা ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুবসমাজের মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে। যারাই আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

আলমগীর সরকার আরও বলেন, নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়াড় তৈরি হবে। কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায় থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবসমাজ সামাজিক অপরাধে জড়িত হবে না। মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচতে খেলাধুলা অন্যরকম একটি মাধ্যম। তাই আমি অনুরোধ করবো, যারা সচেতন ব্যক্তি আছেন, তারা এ ধরনের খেলা আয়োজন অব্যাহত রাখবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়