প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
জেলা প্রশাসক কাপ ফুটবলে আজ প্রথম সেমি-ফাইনালে খেলবে ফরিদগঞ্জ ও শাহরাস্তি
চাঁদপুুর সদরের কাছে ২-১ গোলে হেরে হাজীগঞ্জের বিদায়

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল। বিকেল ৩টায় প্রথম সেমি-ফাইনালে লড়বে ফরিদগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা ফুটবল দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় লড়ে চাঁদপুুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। খেলায় চাঁদপুর সদরের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
চাঁদপুুর সদর উপজেলা ফুটবল দলের ইয়াসিন খেলার প্রথমার্ধের ৩ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। এর ১৪ মিনিট পরেই সদরের রাব্বি আরো একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ২-০ গোলে। খেলার প্রথমার্ধ ২-০ গোলেই শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে হাজীগঞ্জ উপজেলা ফুটবল দলের খেলোয়াড়রা গোল করার জন্যে মরিয়া হয়ে উঠে। পুরো সময়টাই হাজীগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়দের দখলে বল থাকে। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় হাজীগঞ্জের জাহেদুল গোল করে দলকে সমতায় আনার চেষ্টা করে। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সদর উপজেলা দল মাঠ ছাড়ে।
খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় চাঁদপুর সদরের গোলকিপার কাউসারকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক।