প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
হাইমচর বিতর্ক একাডেমির ২য় আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

হাইমচর বিতর্ক একাডেমির উদ্যোগে উপজেলার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো ২য় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বৃহত্তর পরিসরে উপজেলার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের হলরুমে ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এছাড়া বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা মোহাম্মদ মাকসুদ আলম শুভ, মো. মাহবুবুর রহমান এবং আব্দুর রহমান।
প্রতিযোগিতার ফাইনাল পর্বটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। মাধ্যমিক পর্যায়ে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ এবং আদর্শ শিশু নিকেতন স্কুলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার পর দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফাইনাল পর্বে মুখোমুখি হয় হাইমচর সরকারি মহাবিদ্যালয় ও মোয়াজ্জেম হোসেন কলেজের শিক্ষার্থীরা। এতে হাইমচর সরকারি মহাবিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
হাইমচর বিতর্ক একাডেমির সভাপতি মো. নূরে আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরুর যৌথ পরিচালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির সদস্য আইনুল হাসান। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ট্রফি, সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।