প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠান
একত্রিত হয়ে কাজ করলে অনেক কঠিন সমস্যাও সহজেই সমাধান হয়ে যায়
---ইউএনও সুলাতানা রাজিয়া

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যকার সমন্বয়ে পূর্ণতা পায়। নিজেদের মধ্যকার জড়তা কাটিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের জন্যে সকলে একত্রিত হয়ে কাজ করলে অনেক কঠিন সমস্যাও সহজেই সমাধান হয়ে যায়। এই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালনকালে আপনারা শিক্ষক, শিক্ষক পরিষদ ও কমিটির সদস্যরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাতে কাজ করতে স্বাছন্দ্যবোধ করেছি। আপনাদের আন্তরিকতার কারণে কলেজ অনেক জটিল সমস্যা সহজেই কাটিয়ে উঠেছে। আমি আশা করবো, ভবিষ্যতে যিনিই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁকেও আপনারা শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীরা সকলে মিলে সহযোগিতা করবেন। অর্থনৈতিক বিষয়ে সর্বদা স্বচ্ছতা বজায় রাখতে হবে। সর্বশেষ একটি জটিলতাও আপনারা সহযোগিতা করে নিরসন করেছেন, তার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই।
|আরো খবর
তিনি বলেন, অধ্যক্ষ পদটি অনেক গুরুত্বপূর্ণ। এই পদে যিনি থাকেন, একাধারে তিনি প্রশাসক হিসেবে এবং কলেজের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন। আমি আশা করবো, শুধু ভালোবাসা নয়, প্রতিষ্ঠানের প্রয়োজনে কঠিনও হতে হবে।
সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দাসের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক। এর আগে কলেজ কর্তৃপক্ষ বিদায়ী সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মানপত্র ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।