প্রকাশ : ১৯ মে ২০২৫, ২২:৩২
তত্ত্বাবধানে ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার
চঁাদপুরে ৫ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে অংশ নেয় ক্রিকেটাররা

চঁাদপুর আউটার স্টেডিয়ামে ৫ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে অংশ নিয়েছে জেলা সদরের ক্রিকেটাররা। ক্লেমন চঁাদপুর ক্রিকেট একাডেমির আয়োজনে এবং ক্লেমন স্পোর্টসের ব্যবস্থাপনায় এ স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক হান্নান সরকার।
আউটার স্টেডিয়ামে ১১ মে থেকে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত এই ক্যাম্প চলে। ক্যাম্পে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর দেয়া হয়। এই স্কিল ক্যাম্পে ক্লেমন একাডেমীর অনূর্ধ্ব-১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করে তাদের ব্যাটিং ও বোলিংয়ের দক্ষতা বৃদ্ধির বিষয়টি রপ্ত করে। কেননা বর্তমানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর হেড কোচ হান্নান সরকার।
চঁাদপুরে প্রশিক্ষণ দিতে আসা সাবেক জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান হান্নান সরকারের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, প্রায় দশ বছর পরে চঁাদপুরে আসলাম। আমরা ও আপনারা আসলে জানি যে, সারা বাংলাদেশ জুড়ে বেশ কিছু একাডেমী রয়েছে। সে একাডেমীগুলোতে তারা বিভিন্ন সময় বছরের স্কিল ক্যাম্পগুলো করে। একটা সময় আমি থাকাবস্থায় ৯ বছর আগে হয়েছে। এখন তারা যেটা করেছে, সেটা ৫ দিনের ক্যাম্প। ৯ বছর যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর ছিলাম, ক্রিকেট বোর্ডের সাথে ছিলাম। যখন ব্যাক করেছি, তখন ক্লেমন থেকে আমাকে অফার দেয়া হয় যে, চঁাদপুরে ৫ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পটিতে যেন আসি। সামনে অন্যান্য একাডেমিতে যাবো। আমি কোচিংটাকে অন্যভাবে অনুভব করছি। খেলোয়াড়দের সাথে শেয়ারিংয়ের যে বিষয়টা সেটা খুব আনন্দের সাথে করা হয়েছে।
চঁাদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীর হেড কোচ ও একাডেমীর প্রতিষ্ঠাতা শামিম ফারুকী এ প্রতিবেদককে জানান, এই স্কিল ক্যাম্প আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের অনেক উপকার হয়েছে। কারণ হান্নান সরকারের মতো একজন উঁচু মানের কোচ আমরা পেয়েছি, যঁার নিরলস প্রচেষ্টায় আমাদের খুদে ক্রিকেটাররা তাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দক্ষতা বৃদ্ধির কাজটি কম-বেশি রপ্ত করেছে। এছাড়াও এর আগে তিনি ১০ বছর আগে যখন ক্যাম্প করতে চঁাদপুর এসেছিলেন, সেই সময় শামীম পাটোয়ারী, রানা এবং জয়দের মতো খেলোয়াররা তখন উনার সান্নিধ্য পেয়েছে। আজ তারা জাতীয় ক্রিকেট দলের সদস্য হয়েছেন। আমি ক্লেমন স্পোর্টসকে ধন্যবাদ জানাই, তাদের ব্যবস্থাপনায় এই ক্যাম্প আমরা আয়োজন করতে পেরেছি। আমি আশাবাদী যে, এই ক্যাম্প থেকে আমরা অনেক ভালো ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো, যারা ভবিষ্যতে চঁাদপুরকে প্রতিনিধিত্ব করবে এবং চঁাদপুর ক্রিকেটকে সমৃদ্ধ করবে।
আউটার স্টেডিয়ামে স্কিল ডেভেলপমেন্টে অংশ নেয়া ক্রিকেটারেরা এ প্রতিবেদককে জানান, আমরা ৫ দিনের প্রশিক্ষণটা পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমরা এ প্রশিক্ষণ পেয়ে নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি আমরা এগুলো ধারাবাহিকভাবে ধরে রাখতে পারলে ভালো করতে পারবো। আমরা এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্প সব সময় যেনো পেতে পারি সে প্রত্যাশা করছি।