রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৪

উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

ফরিদগঞ্জে যুবদল ও ছাত্রদলের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

শামীম হাসান
ফরিদগঞ্জে যুবদল ও ছাত্রদলের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

ফরিদগঞ্জে যুবদল ও ছাত্রদলের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ করা হয়েছে। গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বিকেলে ক্রীড়াপ্রেমী মাঠভরা দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেশের সংস্কৃতিকে নতুন রূপে তুলে ধরতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে ফরিদগঞ্জ উপজেলা যুবদল বনাম ছাত্রদল। দু সংগঠনের খেলোয়াড়দের টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষে টাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে যুুবদলকে হারিয়ে ছাত্রদল জয়লাভ করে।

গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক, সমাজসেবক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কাণ্ডারী জননেতা আলহাজ্ব এমএ হান্নানের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। দিন যতই যাচ্ছে, ততই বর্তমান যুবসমাজ সাইবার বুলিং, মাদক, ইভটিজিংসহ নানান অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যুবসমাজ মাঠে কসরত জনিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শারীরিক ও মানসিকভাবে সুষ্ঠু থাকবে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই যুবসমাজই রাষ্ট্রের নেতৃত্ব দিবে, এখন থেকে যুব সমাজকে তৈরি করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন, গত দু দশক যাবত ফরিদগঞ্জে আলহাজ্ব এমএ হান্নান সাহেব রাস্তাঘাট, কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কৃষি উপকরণ বিতরণসহ নানান ভাবে সমাজসেবা করে আসছেন। আমাদের এবার এ সমাজসেবক মানুষটির জন্যে কিছু করা প্রয়োজন। ইতোমধ্যে গত দুবার তাঁকে ধানের শীষ প্রতীক দিয়ে এই উপজেলায় পাঠানো হয়েছে। নানামুখী ষড়যন্ত্রের কারণে তিনি তখন সফল হতে পারেন নি। আমরা আশা করি আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন আলহাজ্ব এমএ হান্নান। আমরা তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনীত করে সংসদে পাঠানোর জন্যে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মো. ফারুক আহমেদ, মাসুদ আলম, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীবৃন্দ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা, রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইমানি ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়