বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ

আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট :  চ্যাম্পিয়ন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে টিমের সাথে উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
হাজীগঞ্জ ব্যুরো

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪ উইকেটে মডেল কলেজ জয়লাভ করে। এর আগে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ ৪৫ রান করে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দেয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক তাপস শীল।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদের তত্ত্বাবধানে খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. শাকিল হোসেন সুমন, ফয়সাল হোসেন হৃদয় ও আবুল খায়ের।

খেলা পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন সজীব, ফয়সাল হোসেন হৃদয়, কাউছার হোসেন ও হিমেল সরকার।

আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ গোলামুর রহমান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্ প্রমুখ। এ সময় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মজিবুর রহমান, রাশেদ গাজী, বদরুজ্জদৌজা, মুক্তার আহেমদ, প্রভাষক কাউছার হোসেন ও ক্রীড়া শিক্ষক নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মালেক, আকতার হোসেন, আব্দুল জব্বার, প্রভাষক নাজমুন নাহার, কামরুল হাসান, কাউছার হোসেন, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ হিল সাফিস প্রমুখ।

এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। নকআউট পদ্ধতির এ খেলায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, দেশগাঁও ডিগ্রি কলেজ, কাকৈরতলা জনতা কলেজ, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়