শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৭

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, নিউজিল্যান্ডের চোখ সমতায়

অনলাইন ডেস্ক
বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, নিউজিল্যান্ডের চোখ সমতায়

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভালোই আধিপত্য দেখাচ্ছিল বাংলাদেশ দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ছন্দপতন টাইগারদের। এ ম্যাচ জিতে ফেরার বার্তা দিয়ে রেখেছে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হবে দুই দল। যেখানে বাংলাদেশের লক্ষ্য এই ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা, সেখানে পঞ্চম ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ দিতে চায় কিউইরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার মাঠের লড়াই শুরু হবে বিকাল ৪টায়। এ ম্যাচের আগে ঘুরেফিরে আলোচনা উইকেটের চরিত্র। বাংলাদেশ দলের অনেকে ক্রিকেটারই মন্থর উইকেটের গেরো ছেড়ে বের হতে চান। টিম ম্যানেজমেন্টের চাওয়া ব্যাটিং সহায়ক উইকেট। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও খানিক ‘ফাস্ট’ উইকেট চাওয়া হয়েছে কিউরেটরের কাছে।

তবে সে চাওয়া পূরণ হবে কিনা, তা নিয়ে আছে সংশয়। প্রতিদিন যে নিয়ম করে হচ্ছে বৃষ্টি, তাতে অধিকাংশ সময় উইকেটও ঢাকা পড়ে থাকছে কাভারের নিচে। এমন পরিস্থিতিতে তাই চাইলেও ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া যাচ্ছে না।

আগের তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। তবে আজ পরিবর্তন আসতে পারে দলে। ১৯ সদস্যের স্কোয়াড থেকে এ ম্যাচে একটি পরিবর্তন দেখা যেতে পারে টাইগার শিবিরে। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় পেসার শরিফুল ইসলামকে খেলানোর জোর সম্ভাবনা রয়েছে। ব্ল্যকক্যাপস দলেও একটি পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে স্কট কুগেলেইন পরিবর্তে খেলতে পারে জ্যাকব ডাফি।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হাশিম ব্যানেট, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়