শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

নিউজিল্যান্ডের পর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডের পর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রীড়াকণ্ঠ ডেস্ক ॥

সকালে প্রায় ১ ঘণ্টার বেশি সময় লিটন দাস ব্যাট হাতে অনুশীলন করেন। দুপুর ২টায় ফের তাকে দেখা যায় ব্যাট হাতে ইনডোরে নেটে ব্যাট হাতে যেতে। দেশের ওপেনারকে একইদিনে দুই দফা অনুশীলনে দেখা যায় না খুব একটা। অন্যদিকে সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নূরুল হাসান সোহানরা মূল মাঠে উইকেটে লম্বা সময় ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বোলাররাও বসে নেই। ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা মাঠে। টাইগারদের প্রস্তুতিটা চলছে ঘাম ঝরানো। তবে এবারের অনুশীলনটা ব্যতিক্রম দলে সুযোগ পাওয়া সকলের জন্যে।

সামনে নিউজিল্যান্ড হলেও সবার চোখের সামনে এখন অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিউইদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই দল ঘোষণা করতে হবে বাংলাদেশকে। কারণ আইসিসি আগামী মাসের (সেপ্টেম্বর) ১০ তারিখের মধ্যে বিশ্বকাপের জন্যে ১৫ সদস্যের দল ঘোষণা বাধ্যতামূলক করে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দলটির বেশির ভাগ ক্রিকেটারই খেলতে যাচ্ছেন বিশ্বকাপে। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে নিজ খরচে দলের সঙ্গে নিতে পারে আরও ২ বা ৩ জন ক্রিকেটার। সেই কারণে কিউইদের বিপক্ষে পারফরমেন্স হতে পারে টাইগারদের বিশ্বকাপ আসরে যাওয়ার চাবিকাঠি।

বাড়তি ক্রিকেটার নেয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্ট যদি বাড়তি ১-২ জন নিয়ে যেতে চায়, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটা সবসময় করে এসেছি, ভবিষ্যতেও করবো।’

তবে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এখনো বাড়তি ক্রিকেটারদের বিষয়টি নিয়ে ভাবেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আসলে আমরা আগে মূল দল ঘোষণ করবো। এরপর ভাববো বাড়তি ক্রিকেটার নেয়ার বিষয়টি। এখনই এই বিষয়ে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো বিষয়ে আলাপ হয়নি। তারা যেভাবে বা যাকে চাইবে সেটি আমরা আলোচনা করেই ঠিক করে দেবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হলেও সৌম্য সরকার অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাটিতে টানা সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ। তবুও তাকে রাখা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে। তবে প্রশ্ন হচ্ছে, যদি এবারও তিনি পারফরম্যান্স না করেন তাহলে কি বিশ্বকাপ দলে জায়গা হবে? এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, ‘আমরা আসরে কোনো ক্রিকেটারের নাম নিয়ে কথা বলতে চাই না। এতে তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি হয়। বলবো যারা সুযোগ পেয়েছে তারা সবাই যোগ্যতা রাখে। তবে এটাও সত্যি যে, আমরা তো দিন শেষে পারফরম্যান্সও দেখবো।’

অন্যদিকে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে নেই দলে। ইনজুরির কারণে রিহ্যাব ও বিশ্রাম করেই দিন পার করছেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি সুস্থ থাকলে তাকে রেখেই ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। তবে এতে থেকে যাচ্ছে অনেক প্রশ্ন! প্রস্তুতি ছাড়া ইনজুরি থেকে ফিরে দলের জন্যে তিনি কতটা অবদান রাখতে পারবেন? যদিও তার চাচা ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের আস্থা তার ওপর থেকে একটুও কমেনি।

তামিমের দলে ফেরা ও তার খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই। ও দলের সঙ্গে থাকবে। ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সঙ্গে নিয়মিত নির্বাচকরা কথা বলছেন। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। আশা করছি ফিট হয়ে যাবে। না, আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্যে তো ভালো।’

অন্যদিকে এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরের উইকেট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে দেশের ক্রিকেট বোদ্ধাদের জোর দাবি, এমন উইকেটে খেললে বিশ্বকাপের জন্যে আদর্শ প্রস্তুতি হবে না। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটের দাবি সকলের। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি। এখানে (মিরপুর) হোম এডভান্টেজ পাওয়া যায়। যে দেশেই খেলা হোক, হোম এডভান্টেজ সেই দেশের খেলোয়াড়রা নেয়। বাংলাদেশের খেলোয়াড়রা এই উইকেটে বেশি খেলেছে, এডভান্টেজ তো থাকবেই। বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলা; জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাবো প্রস্তুতি নেয়ার জন্য। আল্লাহ্র রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়