বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ২০:০২

বাংলাদেশ জিতলে কি ‘অঘটন’ বলবেন ভারতীয় কোচ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জিতলে কি ‘অঘটন’ বলবেন ভারতীয় কোচ

দুই দিনের ব্যবধানে চলতি বিশ্বকাপে দুটি ‘অঘটন’ হয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড হরেছে আফগানিস্তানের কাছে, গতকাল দক্ষিণ আফ্রিকা হারল নেদারল্যান্ডসের বিপক্ষে। তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্বকাপে। কাল পুনেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক স্বাগতিক ভারতও।

ভারতের বোলিং কোচ পারস মামব্রেকেও আজ অঘটনের সূত্র ধরে প্রশ্ন শুনতে হলো। এই বিশ্বকাপে ইতিমধ্যে দুটি বড় অঘটন হয়েছে। এটা (অঘটন) কি বাংলাদেশকে সতর্কভাবে নিতে বাধ্য করবে ভারতকে, যদিও তারা শেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি?

পুনেতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মামব্রের উত্তর, ‘আমি সৎভাবে মনে করি, আমি মনে করি আপনি যখন বিশ্বকাপে অংশ নেবেন, প্রতিটি দলই আপনাকে চ্যালেঞ্জ জানাবে। আমাদের দৃষ্টিকোণ থেকে, আমি মনে করি না কোনো দলকে আমরা (হালকাভাবে) নেব—এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

মামব্রের মতে, নিজেদের প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। সব ম্যাচ সমান গুরুত্বের সঙ্গে নেবেন তাঁরা। বাংলাদেশের বিপক্ষেও এর ব্যতিক্রম নয় বললেন মামব্রে, ‘এটি এমন একটি বিষয়, যা আমরা বলেছি তা ঘটতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে, প্রতিটি খেলা চ্যালেঞ্জিং। কারণ, আমরা নয়টি ভিন্ন দল, নয়টি ভিন্ন ভেন্যু, নয়টি ভিন্ন উইকেটে খেলাব একমাত্র দল হিসেবে, যা আমাদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ জানায়। তাই আমরা এর জন্য প্রস্তুতি নিতে চাই। তাই হোক বাংলাদেশ বা নেদারল্যান্ডস, আমরা প্রত্যেক ম্যাচকে সমানভাবে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে খেলতে চাই।’

কিছুদিন আগে এশিয়া কাপে ভারতকে ওয়ানডে ম্যাচ হারিয়েছে বাংলাদেশ দল। দুই দলের শেষ চার সাক্ষাতে ৩ টিতে জিতেছেন সাকিব আল হাসানরা। তবে নিজ দেশের বিশ্বকাপে ফেবারিট ভারত। স্পষ্টতই বিশ্বকাপ একটি ভিন্ন মঞ্চ, ভারত খুব ভালো খেলছে। ইতিমধ্যে তিন ম্যাচে জয় তুলে নিয়েছেন রোহিত শর্মারা। কিন্তু কাল ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে এটি অঘটন নাকি অন্য খেলার মতোই মনে করবেন?

এ ব্যাপারে মামব্রের কৌশলী উত্তর, ‘দেখুন, সত্যি বলতে, এটা একটা খেলা, তাই না? আপনি এখানে আসলে যা করতে এসেছেন, তা হলো আপনার পরিকল্পনাগুলো সামর্থ্য অনুযায়ী কার্যকর করা। এটা একটা খেলা। তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে (বাংলাদেশ)।’

এর পরই মামব্রে বললেন, ‘যেমন বলেছি, আমাদের জন্য প্রতিটি খেলা গুরুত্বপূর্ণ। সেদিকেও তাকাচ্ছি না (প্রতিপক্ষ কারা)। আমরা এই ম্যাচে কী অর্জন করতে যাচ্ছি তার ওপর ফোকাস করতে চাই। আমাদের একটা পরিকল্পনা আছে, যদি পরিকল্পনা কাজে লাগাতে পারি, তবে আমরা জিতব। আমরা শুধু এটাই ভাবছি এবং এ ব্যাপারেই কথা হয়। আমাদের দলের মধ্যে যে আলোচনা হয়েছে, তারা আসলে প্রতিপক্ষ ছাড়া আর কিছু নয় (অঘটনও নয়)।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়