প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০
হঠাৎ মিরপুরে সেনা মহড়া
আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুই টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে। সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার (২২ সেপ্টেম্বর) মিরপুরে অনুষ্টিত হলো সেনাবাহিনীর বিশেষ মহড়া।
|আরো খবর
মহড়া উপলক্ষে মিরপুরের মাঠে সেনাবাহিনী সশস্ত্র মহড়া দিয়েছে এবং আকাশে হেলিকপ্টারও উড়িয়েছে। মোটামুটি যুদ্ধের আবহ নিয়ে মিরপুরে মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মূলত অক্টোবরের মাঝামাঝি প্রোটিয়াদের বাংলাদেশ সফরে নিরাপত্তা প্রদান নিয়েই এই আয়োজন। আসন্ন এই সফরের আগে শনিবার (২১ সেপ্টেম্বর) প্রোটিয়াদের তিন সদস্যের প্রতিনিধি দল এসেছে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে।
রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ঘুরে দেখবে পর্যবেক্ষক দল। এরপর আগামীকাল তাদের শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে।
তাদের পরিদর্শনের একদিন আগেই রোববার মিরপুরে বিশেষ মহড়া দিল সেনাবাহিনী। সকাল থেকেই হোম অব ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পর শের-ই বাংলার আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে মাঠ।
এছাড়াও মিরপুরের মাঠের চারদিকও প্রদক্ষিণ করে হেলিকপ্টার। আসন্ন সিরিজের জন্য সবধরণের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি। এর আগেও বিভিন্ন সময়ের সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।
তথ্যসূত্র :কালবেলা