বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৩:৩৯

আজ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হচ্ছে শামিম পাটওয়ারীর

চৌধুরী ইয়াসিন ইকরাম
আজ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হচ্ছে শামিম পাটওয়ারীর

আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হচ্ছে দলের নতুন মুখ চাঁদপুরের শামিম পাটওয়ারীর। আজ বিকেল সাড়ে ৪ টায় হারারে স্পোর্টস মাঠে ইস্পাহানী টি-২০ টুর্নামেন্টের ২য় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

বাংলাদেশ দল এবার স্বাগতিক জিম্বাবুয়ের সাথে টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলার জন্য ৩ ক্যাটাগরিতেই জাতীয় দল ঘোষণা করে। আর এই নতুন তালিকায় নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া'র শামিম পাটওয়ারী। শামিমের প্রথম কোচ ও চাঁদপুর জেলার ক্রিকেটের কর্ণধার এবং বিসিবির কোচ সৈয়দ শামিম আক্তার ফারুকী তার অভিষেক হওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শামিমের মেসেঞ্জারে তার সাথে কথা হয়েছে। গুরু তার শিষ্যকে পরামর্শ দিয়েছেন, সুযোগ যেহেতু পেয়েছো দলে অভিষেক হওয়ার, সেই সুযোগটি যেনো সঠিকভাবে কাজে লাগাতে পারো ফিল্ডিংয়ের সাথে সাথে রানের মাধ্যমে ব্যাটিংয়ে সফলতার মধ্য দিয়েও।

সফরকারী বাংলাদেশ এই টুর্নামেন্টে ১- ০ ম্যাচে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ম্যাচ জয়ী হলেই সিরিজ জয় নিশ্চিত হবে। প্রথম ম্যাচে ওপেনার লিটন দাস চোট পাওয়ায় হয়তো বাংলাদেশ দলে পরিবর্তন আসছে। আর এই ম্যাচেই অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার শামিম হোসেন পাটওয়ারীর।

শামিম চলতি বছর ঢাকার প্রাইম দোলেশ্বরী দল থেকে ক্রিকেটে ঢাকার মাঠে সকলের মন জয় করে নেন এবং বিসিবির ক্রিকেট কর্মকর্তাদের নজরে আসেন। তার দুদান্ত ফিল্ডিং, ব্যাটিং ও অলরাউন্ডার নৈপুণ্যে তিনি জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে সুযোগ পান। এর আগে ২২ জুলাই বৃহস্পতিবার জিম্বাবুয়ে ও বাংলাদেশ টি-২০ এর প্রথম দিনের ক্রিকেট খেলায় মাঠে ফিল্ডিংয়ে নামেন জাতীয় দলের নতুন মুখ চাঁদপুরের শামিম পাটওয়ারী।

আর ফিল্ডিংরত অবস্থায় সেরা একটি ক্যাচও নিয়েছেন ক্রিকেটার শামিম পাটওয়ারী। শামিম অভিষেকের আগেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন প্রথম টি-২০ তে। চোখ ধাঁধানো এক ক্যাচ ধরে প্রশংসা কুড়ান শামিম। টি-২০ এর প্রথম খেলায় মূল একাদশে সুযোগ না পেলেও অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় ছিলেন।

দলীয় ৬ ওভার ৫ বলের সময়ে পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নামেন শামিম। শামিম ১৭ ওভার ৪ বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়হান ব্লুর মারা বলটি বাউন্ডারিতে গিয়ে ঈগলের মতো লাফিয়ে ধরে ফেলেন। বোলিংয়ে'র দায়িত্ব ছিলেন সাইফুদ্দিন। টি-২০ এর প্রথম দিনের খেলায় জিম্বাবুয়ে ১৯ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ১৫২ রান করেন। বাংলাদেশ ৮ উইকেটে জয় পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়