প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১২:০১
টি-টুয়েন্টি বিশ্বকাপে আবারো মুখোমুখী হচ্ছে ভারত পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দক্ষিণ এশিয়ার ক্রিকেটাঙ্গণে স্নায়ু উত্তেজনা দেখা যায়। দু'দলের সমর্থকদের মধ্যে শুরু হয় ক্রীড়া বিতর্ক। আর চিরপ্রতিদ্বন্দ্বী দু'টি দলের দেখা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলেতো আর কথাই নেই।
|আরো খবর
গত আসর গুলোর ন্যয় এ বছরও নিশ্চিত ভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখী হচ্ছে ভারত পাকিস্তান। উভয় দলই একই গ্রুপে পড়েছে। গতকাল ১৬ জুলাই গ্রুপ ঘোষণার মাধ্যমে বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে যায়। আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দু'টি গ্রুপে ৬টি করে মোট ১২ দল অংশ নিবে।
আইসিসির ঘোষিত এক নম্বর গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে আছে ভারত, পাকিস্তান। এ দু'টি গ্রুপে বাছাই পর্বের মাধ্যমে খেলার যোগ্যতা অর্জন করবে দু'টি করে আরও চারটি দেশ। বাছাই পর্বের গ্রুপ ২টির মধ্যে রাউন্ড-১ পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘এ’ গ্রুপের ফেবারিট শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ সহজ গ্রুপেই পড়েছে। বাছাই পর্বের রাউন্ড ১ এর দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল টিকিট পাবে সুপার টুয়েলভে খেলার। ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বরে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে আইসিসি এখনো বাছাইপর্ব ও মূল পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি।