বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ২২:০৫

বার্সেলোনায় অর্ধেক বেতনে থাকছেন মেসি!

অনলাইন ডেস্ক
বার্সেলোনায় অর্ধেক বেতনে থাকছেন মেসি!

বার্সেলোনায় লিওনেল মেসি থাকছেন কি না থাকছেন এমন দোলাচল শুরু হয়েছিল মৌসুমেই। সেটি চলেছে এতদিন ধরে। অবশেষে এমন দোলাচলের ইতি ঘটছে। বার্সেলোনার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করবেন মেসি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, নিজের বেতন অর্ধেক করে ক্লাবটিতে থাকছেন তিনি।

এমন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম দিয়েরা স্পোর্টস। বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা চিন্তা করে নিজের বেতন কমিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। কয়েক দিনের মধ্যেই এসব আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে তারা।

গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। এরপর থেকেই ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আছেন তিনি। গত বছর থেকেই তার চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেওয়া হুয়ান লাপোর্তা বারবার বলেছেন মেসিকে ধরে রাখতে চান তারা।

মেসিরও ইচ্ছে ক্লাবটিতে থাকার। শেষ পর্যন্ত বুধবার সব বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে বলে স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়