রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১২:৪৮

চোখের পলক ফেলার আগেই চমক

চোখের পলক ফেলার আগেই চমক
রাসেল হাসান

রবিবার রাতে ইউরোপে কাপের ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও ইংল্যান্ড। ম্যাচ সবে মাত্র শুরু হলো, রেফারি বাঁশি বাজিয়েছেন, দর্শকরা নড়ে চড়ে বসেছেন, টিভি সেটের সামনের দর্শকরা কেউ কেউ কাকে কোথায় খেলানো হচ্ছে সেই অংক কষছিলেনই তখনই চোখের পলক ফেলার আগেই চমক দেখালো ইংল্যান্ড!

ইতালি তখনও মাঠের ঘাসটুকুর সঙ্গে পরিচিত হওয়ার সময় পায়নি। ম্যাচের ১ মিনিট ৫৭ সেকেন্ডের মাথায় দুর্দান্ত গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন লুক শ। কিরান ট্রিপিয়ারের ক্রস ফাঁকায় পেয়ে জোরালো হাফ ভলিতে পোস্ট ঘেঁষে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি করেন ইংলিশ লেফটব্যাক। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না আজ্জুরিদের। এই গোলের সঙ্গেই রেকর্ডের পাতায় নাম উঠে যায় লুক শ’র। ইংল্যান্ডের তো বটেই, ইউরো ফাইনালের ইতিহাসেই সবচেয়ে দ্রুততম গোল এটি।

যদিও টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইতালি। অথচ লুক শ’র এই গোলে ভর করেই ৬৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইংল্যান্ড, দেখছিল ‘ফুটবল ইজ কামিং হোম’ স্বপ্ন। তাই ইতিহাসে গড়েও ম্যাচ শেষে কাঁদতে হয় ইংল্যান্ডের লুক শ-কে। ইংল্যান্ড হারলেও বেঁচে রইলো লুক শ-কের দ্রুততম সময়ে গোলের রেকর্ড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়