মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

আর্জেন্টাইন তারকা মেসিকে আটকানোর উপায় জানা আছে ব্রাজিলে

আর্জেন্টাইন তারকা মেসিকে আটকানোর উপায় জানা আছে ব্রাজিলে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

পেলে ও ম্যারাডোনার পরে বর্তমান সময়ে সেরা ফুটবলার বলতে ইতিহাসের সেরা লিওনেল মেসি। তাকে আটকানো যে কোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন কাজ। একজনের পক্ষে তো নয়ই, আর্জেন্টাইন তারকাকে রুখতে লাগবে দলীয় প্রচেষ্টা। আর তা ভালো মতোই জানেন ও বোঝেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস। তবে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী তিনি। তিনিসহ দলের অন্যরা বলেন, আার্জেন্টাইন তারকা মেসিকে আটকানোর উপায় তাদের জানা।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ক্রীড়াভিত্তিক অনলাইন সূত্রে জানা যায় যে, আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জেতার হাহাকার ক্যারিয়ার জুড়েই সঙ্গী মেসির। এখন পর্যন্ত তিনবার কোপা আমেরিকার ফাইনালে খেলেছেন মেসি। ২০০৭-এর ফাইনালে এই ব্রাজিলের বিপক্ষেই ৩-০ গোলে উড়ে গিয়েছিল আর্জেন্টিনা। আর ২০১৫ ও ২০১৬ আসরে চিলির বিপক্ষে টাইব্রেকারে জুটেছিল হারের তেতো স্বাদ। ২০১৪ বিশ^কাপের ফাইনালে উঠেও জিততে পারেনি তারা।

বছরের পর বছর ধরে জাদুকরি ফুটবলে ব্রাজিলেও অনেক ভক্ত পেয়েছেন মেসি। দেশটির সাবেক-বর্তমান ফুটবলারদের অনেকেও চান, অন্তত একটি শিরোপা উঠুক তার হাতে। তবে সেটা অবশ্যই ব্রাজিলের বিপক্ষে নয়। মার্কিনিয়োসের কণ্ঠেও উচ্চারিত হলো তাই। সংবাদ সম্মেলনে বললেন, আর্জেন্টিনা অধিনায়ককে আরও একবার হতাশ করতে চান তারা।

‘এটা স্বাভাবিক যে, মানুষ চায় মেসি শিরোপাটি জিতুক তার ইতিহাস ও সে যা কিছু অর্জন করেছে এর পূর্ণতার জন্য। তবে আমরা তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করবো।’ আর্জেন্টিনাকে হারাতে হলে অবশ্যই প্রথমে মেসিকে আটকানোর পরিকল্পনা আটকাতে হবে। তবে কেবল তাকে আটকালেই হবে না। দলটির আক্রমণভাগে সের্হিও আগুয়েরো, লাউতারো মার্তিনেসের মতো পরীক্ষিতরা আছেন। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, তাদের রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ব্রাজিল, বললেন মার্কিনিয়োস।

ফুটবল ইতিহাসের পুরনো দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে দুই দল মুখোমুখি হয়েছে ১১১ বার। যেখানে ৪৬ ম্যাচ জিতে এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪০টি, বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র। ফুটবল বিশে^ ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ পরিচিত ‘সুপার ক্লাসিকো’ নামে। যে লড়াইয়ে অংশ নেওয়ার স্বপ্ন শৈশব থেকে দেখে আসছেন মার্কিনিয়োস। এবার তা সত্যি হতে চলেছে তার।

‘এটা (ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই) সাধারণ একটি ফুটবল ম্যাচের চেয়ে বেশি। এই ম্যাচ খেলার স্বপ্ন সবাই দেখে। কারণ এর ইতিহাস ও বিশে^র সেরা ফুটবলার এই ম্যাচ খেলেছে- পেলে, জিকো, রোনালদো, রোনালদিনিয়ো, আরেক দলে মারাদোনা, মেসি ও দারুণ সব ফুটবলারদের জন্য। কেবল দক্ষিণ আমেরিকা নয়, তারা বিশ^ ফুটবলের প্রতিনিধিত্ব করেন। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের সঙ্গে পৃথিবীও থমকে যায়।’ ব্রাজিল দলের খেলোয়াড়দের মূল লক্ষ্যই হচ্ছে নিজেদের মাটিতে ২০২১-এর ট্রফি ধরে রাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়