প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ২২:১৬
হানারচরে আনারসের নির্বাচনি গণসংযোগ
আমি নির্বাচিত হলে, সবার আগে দীপু আপার গলায় ফুলের মালা পরাব : চেয়ারম্যান প্রার্থী টিটু গাজী

চাঁদপুর সদর উপজেলার আসন্ন ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন টিটু গাজী আনারস মার্কায় ভোট চেয়ে শনিবার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি আনারস মার্কার লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া এবং ভোট চান।
|আরো খবর
তিনি ৫ নং ওয়ার্ডে আনারস মার্কার সমর্থনে বেশ ক'টি পথসভাও করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন টিটু গাজী বলেন, আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী সমর্থক। হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে এই ইউনিয়নের জনগণের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। ইউনিয়নবাসী আমাকে চাচ্ছে। তাই জনগণের মনোনীত প্রার্থী হিসেবে এ নির্বাচন করছি।
কোন ষড়যন্ত্র, হিংসা প্রতি হিংসা, রাগ -ক্ষোভ আমার প্রতি রাখবেন না। ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হলে সবার আগে প্রিয় নেত্রী ডাঃ দীপু মনি আপার সাথে দেখা করে তার গলায় ফুলের মালা পরাব,নেত্রীকে শুভেচ্ছা জানব।