প্রকাশ : ০১ মে ২০২৫, ২১:১২
মতলবে দোকানে অভিযান চালিয়ে ৬ লাখ মিটার জাল ও ৪শ'টি চায়না দুয়ারী চাঁই আটক

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে অবৈধ জাল ও চায়না দুয়ারী চাঁইয়ের একটি বড় চালান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১মে ২০২৫) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ লাখ মি. কারেন্ট জাল, ৩ লাখ মি. মশারী জাল ও ৪শ' টি চায়না দুয়ারী বা রিং চাঁই আটক করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, আব্দুল কাইয়ুম, কন্টিনজেন্ট কমান্ডার, মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অভিযানে ৩ লাখ মি. কারেন্ট জাল, ৩ লাখ মি. মশারী জাল ও ৪শ' টি চায়না দুয়ারী বা রিং চাঁই জব্দ করা হয়েছে । জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছ ধরার কাজে অবৈধ সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দু মাস নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার (১ মে ২০২৫) জেলেরা মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন। মার্চ-এপ্রিল দু মাস মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিলো। তবে মেঘনায় অবৈধ জালের ব্যবহারও নিষিদ্ধ থাকছে।