প্রকাশ : ০২ মে ২০২৫, ১১:৪৭
শহীদ জিয়া কৃষক শ্রমিকদের সাথে মিশে খাল খনন করেছেন
------ শরীফ মো. ইউনুছ

বৃহস্পতিবার (১ মে ২০২৫) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা ও র্যালি উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া জমাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সদস্য সচিব জামাল মিজি,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী, মহসিন মোল্লা ও আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুসলিম পাটোয়ারী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম পিংকু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, কৃষক শ্রমিক মেহনতী মানুষের দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করেছেন। শহীদ জিয়া কৃষক শ্রমিকদের সাথে মিশে যুগান্তকারী খাল খনন করে ইতিহাসে অমর হয়ে আছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিদেশ পাঠানোর মাধ্যমে বাংলাদেশ ও শ্রমিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে বহু অবদান রেখেছেন। আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফায় শ্রমিকদের জীবন মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অন্যান্য পেশার মতো শ্রমিকদেরও ব্যাপক উন্নয়ন হবে।পরিশেষে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেন। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে শ্রমিক দলের নেতা-কর্মীদের আহ্বান জানান।