প্রকাশ : ০১ মে ২০২৫, ২১:০৩
আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়া পাবে : শেখ ফরিদ আহমেদ মানিক

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে র্যালিটি দলীয় কার্যালয়ের সম্মুখস্থ সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত পনের বছর শ্রমিকদের স্বার্থ কেউ দেখে নি। এটি আর হতে দেওয়া হবে না। আমাদের নেতা তারেক রহমান শ্রমিক-মেহনতি মানুষের নেতা, এই বাংলার নেতা।আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে বাংলার মসনদে বসানো হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শ্রমিকদের ন্যায্য পাওনা তারা পাবে।
তিনি আরো বলেন, আমরাও আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করবো যে, তিনি যদি ক্ষমতার মসনদে বসেন প্রথম কাজটি যাতে শ্রমিকদের কল্যাণে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ছৈয়াল
সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।